শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রূপপুর পারমাণবিক প্রকল্পের ভৌত সুরক্ষা চুক্তি সম্পাদন

আপডেট : ৩০ মে ২০২০, ১৬:৪২

রাশিয়ার জেএসসি কোম্পানি এলরনের সঙ্গে ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভৌত সুরক্ষা ব্যবস্থা (পিপিএস) নির্মাণ চুক্তি শুক্রবার বিকেলে সম্পাদিত হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাশিয়ার এই কোম্পানির সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী ও পাবনার রূপপুর প্রকল্পের ‘পারমাণবিক নিরাপত্তা ও ভৌত সুরক্ষা ব্যবস্থা সেলের (এনএসপিসি) মধ্যে এই চুক্তিটি হয়। দুই হাজার চারশ কোটি টাকা ব্যয়ে রাশিয়ার জেএসসি এলরন কোম্পানি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভৌত সুরক্ষা ব্যবস্থা নির্মাণ করে দেবে।

রূপপুর প্রকল্পের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর শনিবার সকালে ইত্তেফাককে চুক্তি সম্পাদনের তথ্যটি জানিয়েছেন। 

আরও পড়ুন: করোনা আক্রান্ত বিএনপি নেতার লাশ দাফনে এগিয়ে এলো ছাত্রলীগ

উল্লেখ্য, ২০১৯ সালের ৫ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) তিন হাজার ৪৪৯ কোটি টাকা ব্যয়ে ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থা (পিপিএস) নির্মাণ’ প্রকল্পটির অনুমোদন দেয়। পিপিএস প্রকল্পটি রূপপুর পারমাণিক বিদ্যুৎ প্রকল্পের নকশা ভিত্তিক ও বাহ্যিক হুমকি মোকাবিলা করবে। নিরাপদ ও সুরক্ষিত পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সহায়ক পরিবেশ সৃষ্টির পাশাপাশি তেজস্ক্রিয় পদার্থের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, সাইবার নিরাপত্তা এবং সংবেদনশীল তথ্য ব্যবস্থাপনা এ প্রকল্পের প্রধান উদ্দেশ্য।

ইত্তেফাক/এসি