শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জৈন্তাপুরে সংবাদকর্মী ও শিশুসহ নতুন আরোও ৭জন করোনায় আক্রান্ত

আপডেট : ০১ জুন ২০২০, ০৮:১৯

জৈন্তাপুর উপজেলায় করোনা ভাইরাসে সংবাদকর্মী, শিশুসহ নতুন করে আরোও ৭ জন আক্রান্ত হয়েছে ৷ যত দিন গড়িয়ে যাচ্ছে ততই করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে ৷ এদিকে আক্রান্তের খবর ছড়িয়ে পড়ায় উপজেলার সচেতন নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে ৷

উপজেলায় নতুন করে আক্রান্ত হয়েছে যারা নিহত ইউপির সচিব আবুল হোসেনর স্ত্রী নিজপাট ইউনিয়নের যশপুর গ্রামের বাসিন্দা ইমরানা বেগম, ১৯ মাসের শিশু সন্তান হাসান আহমদ আদিল এবং ছোট ভাই মোঃ কামরুল ইসলাম৷

এছাড়া জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী আলী আকবর, উপজেলার চারিকাটা ইউনিয়নের রামপ্রসাদ গ্রামের বাসিন্দা মোঃ সাজ উদ্দিন, দরবস্ত ইউনিয়নের মানিকপাড়া গ্রামের মোঃ আতিকুল হক, দরবস্ত ইউনিয়নের পাকড়ী গ্রামের জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের অর্থ সম্পাদক, সাংবাদিক, লেখক ও বাতায়নের পরিচালক রাসেল আহমদ মাহফুজ ৷

এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আমিনুল হক সরকার। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৫ জনে, তার মধ্যে ১জন সুস্থ হয়েছে এবং ১জন মৃত্যুবরণ করেছেন ৷ বাকি অন্যান্যরা বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছে।

ইত্তেফাক/আরকেজি