শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

খুন হওয়া নূরা জিপিএ-৫ পেয়েছে

আপডেট : ০১ জুন ২০২০, ১১:০৪

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের জৈনা বাজার (আবদার) এলাকায় খুন হওয়া নূরা সাবরিনা এবার এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে। নূরা জৈনা বাজার এইচ কে একাডেমি অ্যান্ড স্কুল থেকে এ বছর এসএসসি দিয়েছিল।

স্কুলের প্রধান শিক্ষক শাহীন সুলতানা জানান, রবিবার (৩১ মে) নূরা সাবরিনার চাচা জাহিদ হাসান আরিফ ফল নিতে বিদ্যালয়ে আসেন। সেসময় তিনি কান্নায় ভেঙে পড়েন।

নূরার চাচা বলেন, ‘কৃত্বিতের ফল আমরা পেলাম। কিন্তু যার ফল সে ও তার মা, ভাই-বোন কেউ নেই।’

প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল বিকালে প্রবাসী রেদোয়ান হোসেন কাজলের বাড়ি থেকে স্ত্রী ইন্দোনেশিয়ান নাগরিক স্মৃতি আক্তার ফাতেমা (৪৫), বড় মেয়ে সাবরিনা সুলতানা নূরা (১৬), ছোট মেয়ে হাওয়ারিন (১২) ও প্রতিবন্ধী ছেলে ফাদিলের (৮) জবাই করা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) একজন ও র‌্যাব-১ এর সদস্যরা পাঁচ জনকে গ্রেফতার করেন। আটুককৃতরা সবাইকে কারাগারে আছে।

ইত্তেফাক/বিএএফ