বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন রত্না বেগম

আপডেট : ০১ জুন ২০২০, ২০:২৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল হাসপাতাল থেকে গতকাল রবিবার (৩১ মে) চোপড়া-দোশিয়া গ্রামের স্বাধীন মুহুরির স্ত্রী রত্না বেগম( ৩৮) করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন।

এর আগে তিনি গত ১৬ মে রাতে করোনা আক্রান্ত রোগী হিসেবে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। ১৪ দিন পর তার যথারীতি টেস্টে করোনার ফলাফল নেগেটিভ আসে। 

সুস্থ হওয়ার পর রবিবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এ সময় টিএইচ এ ডা. আব্দুস সামাদ চৌধুরী, আবাসিক মেডিক্যাল অফিসার ফিরোজ আলম, ডা. মোরশেদসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।  

আরো পড়ুন: হাজীগঞ্জ বাজার ১০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা

প্রসঙ্গত, রাণীশংকৈল উপজেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১২ জন। এদের মধ্যে ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মৃত্যুর পর করোনার ফলাফল পজিটিভ আসে ১ জনের। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।

ইত্তেফাক/এএএম