শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মুন্সীগঞ্জে বেইলী ব্রিজ ধসে যোগাযোগ বন্ধ

আপডেট : ০২ জুন ২০২০, ১০:৩৪

ঢাকা-দিঘিরপাড় সড়কের পুরু বাজার বেইলী ব্রিজ কাঠের গুড়ি ভর্তি ট্রাকসহ ধসে পড়েছে। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পুরা বাজারে সোমবার সকাল আটটার দিকে ব্রিজটি ধসে পড়ে। এতে দিঘিারপার ও আশপাশের এলাকার সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। 

 

প্রত্যক্ষদর্শী কবির হালদার জানান, ট্রাকের গুড়ি ভর্তি একটা ট্রাক ব্রিজ অতিক্রম করার সময় বিকট শব্দে ব্রিজটি ধসে পরে। তবে ড্রাইভার ও হেলপার অক্ষতবস্থায় উঠে আসতে সক্ষম হয়েছেন। ট্রাকসহ ব্রিজটি এখন খাদে পড়ে আছে। লোকজন এখন ট্রলারে করে পার হচ্ছে। কিন্তু গুরুত্বপূর্ণ এ সড়কটিকে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় দিঘিরপাড় ও এর আশপাশ ছাড়াও শরিয়তপুর জেলার বেশ কিছু এলাকার যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে এলাকার মানুষ নানাভাবে বিড়ম্বনায় পড়েছে। টঙ্গীবাড়ি থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থালে আছেন। ট্রাকটি দ্রুত উদ্ধার এবং সড়কটি সচল করার জন্য চেষ্টা করা হচ্ছে। এটি সড়ক ও জনপথের সেতু। তাদের বলা হয়েছে। তবে এটি চালু করা সময় সাপেক্ষ ব্যাপার।

 

ইত্তেফাক/এএম