শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দোয়ারাবাজারে সংঘর্ষে নিহত এক, আহত চার

আপডেট : ০৩ জুন ২০২০, ১৩:২০

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন।

স্থানীয় দিনেরটুক আলিম মাদ্রাসার নবনির্মিত ভবনের নির্মাণ সামগ্রী সরবরাহকে কেন্দ্র করে  সংঘর্ষে আব্দুন নূর (৬৫) নামের এক সরবরাহকারী নিহত হন এবং ৪ জন আহত হয়েছে। মঙ্গলবার  সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে  আব্দুন নূর মারা যান।

দোয়ারাবাজার থানার ওসি মো. আবুল হাসেম  জানান, নিহত আব্দুন নূরের লাশের ময়না তদন্তের পর লাশ স্বজনদের দেয়া হবে।

পুলিশ জানায় ঐ মাদ্রাসার নবনির্মিত ভবনে বালু সরবরাহকে কেন্দ্র করে দিনেরটুক গ্রামের আব্দুন নূর ও মর্তুজা আলীর মধ্যে বিরোধ দেখা দেয়। এ বিষয়টি নিষ্পত্তি করতে সোমবার বিকেলে মাদ্রাসায় এক জরুরি বৈঠকে আব্দুন নূর ও মর্তুজা আলীর মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি  নিষ্পত্তির জন্য মঙ্গলবার বিকালে আবার বৈঠকে বসে মাদ্রাসা পরিচালনা কমিটি সহ সংশ্লিষ্টরা। তারা উভয় পক্ষের লোকজনের বিরোধ মীমাংসা করে দেন।

কিন্তু এর কিছু সময় পর মর্তুজা আলীর লোকজন প্রতিপক্ষ আব্দুন নূরের ছেলে সুহেলকে মারধর করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে আব্দুন নূরসহ ৫ জন আহত হন। গুরুতর আহত আব্দুন নূরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/আরএ