শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রংপুরে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানাতে জেলা প্রশাসনের অভিযান

আপডেট : ০৪ জুন ২০২০, ২০:৪৯

রংপুরে গণপরিবহনে যাত্রী বহনে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে তৎপরতা অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বিতরণ করা হচ্ছে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে রংপুর নগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ডসহ নগরীর বিভিন্ন বাস স্টপেজ পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বাসসহ অন্যান্য পরিবহনে যাত্রী উঠা মানাতে মানাতে স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলকে সচেতন করেন প্রশাসন।  

সড়ক-মহাসড়কে দূরপাল্লার পরিবহনসহ আন্তঃজেলার গণপরিবহন চলাচলে স্বাস্থ্যবিধি মানাতে চেকপোস্ট বসানো হয়েছে।  যাত্রী পরিবহনে কোথাও কোনো অসঙ্গতি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে করা হচ্ছে সতর্ক।

বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলামের নেতৃত্বে  মহানগরীর বিভিন্ন বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এসময় যাত্রী পরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলকে উদ্বুদ্ধ করা হয়। একই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ যাত্রী ও পরিবহন কর্মীদের মধ্যে ফেসমাস্ক, স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ ও জীবাণুনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়। 

ইত্তেফাক/আরএ