বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গোপালগঞ্জে নতুন করে ২০ জনের করোনা শনাক্ত

আপডেট : ০৫ জুন ২০২০, ০৯:৪১

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯)  শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪২ জনে ।

আক্রান্ত ২ শ’ ৪২  জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২০ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১২১ জন । মারা গেছেন ১ জন।
শুক্রবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য  জানান।

তিনি জানান, নতুন করে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ সদরে ৭ জন, মুকসুদপুরে  ২ জন, টুঙ্গিপাড়ায় ৩ জন,  ও কাশিয়ানী উপজেলায়  ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন । সুস্থ হয়েছেন ১৮ জন।

সিভিল সার্জন জানান, আক্রান্তদের  বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে মুকসুদপুর থানার ১৮ পুলিশ সদস্য ও এক চিকিৎসকসহ ৫৮ জন, কাশিয়ানীতে ৬৪ জন, গোপালগঞ্জ সদরে ৪ চিকিৎসকসহ ৩৬ জন, টুঙ্গিপাড়ায় ৩৮ জন ও কোটালীপাড়া উপজেলায় এক চিকিৎসক ও ২ নার্সসহ ৪৬ জন রয়েছেন ।

ইত্তেফাক/এমআরএম