শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মতলবে মাস্ক না পড়ায় ৬ জনকে জরিমানা

আপডেট : ০৬ জুন ২০২০, ০৬:১৯

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজার এলাকায় করোনা ভাইরাস প্রাদুর্ভাব বিস্তার রোধে স্বাস্থ্যবিধি পালন বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার দুপুরে মাস্ক না পড়ার কারণে ছয় জনকে ২হাজার ৬শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার ( ভূমি) নুশরাত শারমিন।

জানা যায়, ওই দিন  নারায়ণপুর বাজার ও আশপাশের এলাকায় স্বাস্থ্যবিধি কার্যকর বিষয়ে অভিযান পরিচালিত হয়। এ সময় পথচারী, ক্রেতা-বিক্রেতা ও যানবাহনের চালক ও যাত্রীদের মাস্ক না পড়ায় ছয় জনকে  জরিমানা করা হয়। এছাড়া অভিযানের খবর টের পেয়ে অনেকে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে পালিয়ে যায়।

অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর গাজী মো. খোরশেদ আলম, সেনাবাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

বিচারক সহকারি কমিশনার ( ভূমি) নুশরাত শারমিন বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে আমাদের সবাইকে যথাসম্ভব ঘরে থাকতে হবে।ঘর থেকে বের হলে মাস্ক পড়াসহ সব স্বাস্থ্যবিধি মানা জরুরি। মাস্ক না পড়ায় ছয় জনকে জরিমানা করা হয়েছে।

ইত্তেফাক/কেকে