শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাটগ্রামের সেই মাহবুবার পাশে সোনালী ব্যাংকের এমডি

আপডেট : ০৬ জুন ২০২০, ১২:২২

দৈনিক ইত্তেফাকের অনলাইন ভার্সনে পাটগ্রামে জিপিএ ৫ পেয়েও কলেজে ভর্তি অনিশ্চিত মাহবুবা আফরোজের শিরোনামে সংবাদ প্রকাশ হয়। প্রকাশিত খবর সোনালী ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. আতাউর রহমান ও রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্স (আর আর এফ) পুলিশ সুপার জাকির হোসেনের নজরে আসে।  ইতিমধ্যে সোনালী ব্যাংকের এমডি ও পুলিশ সুপার মাহবুবা আফরোজের খোঁজ খবর নেন এবং উচ্চ শিক্ষা গ্রহণে লেখা- পড়ার ব্যয়ের দায়িত্ব নেওয়ার কথা জানান।

মাহবুবা আফরোজ দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীন মানবিক বিভাগ থেকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা আরেফা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ অর্জন করে। সে বাবা ও মা হারা একজন ছাত্রী। দিনমজুর নানা আব্দুল জলিলের বাড়ীতে শত বাঁধা পেরিয়ে লেখা- পড়া চালিয়ে জিপিএ ৫ পায়।

মাহবুবা আফরোজ সাংবাদিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমার উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণে সোনালী ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. আতাউর রহমান ও রংপুর পুলিশ সুপার জাকির হোসেন দায়িত্ব নেয়ায় আমি খুব খুশি। আমি উচ্চ শিক্ষা গ্রহণ করে মানুষের সেবা করতে চাই।

ইত্তেফাক/এমআরএম