বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নাসিরনগরে করোনা উপসর্গে স্বাস্থ্য পরিদর্শকের মৃত্যু

আপডেট : ১০ জুন ২০২০, ১৬:০৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মো. শরীফ উদ্দিন (৩৫) নামে এক স্বাস্থ্য পরিদর্শকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) সকালে তিনি মারা যান। 

তিনি উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকুড়া গ্রামের মৃত তাহের মিয়ার ছেলে। সে ওই ইউনিয়নে স্বাস্থ্য পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. অভিজিৎ রায় জানান, শরীফ উদ্দিন বেশকিছু দিন ধরে করোনা উপসর্গ কাশি, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে নিজ বাড়িতে ছিলেন। সকালে অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা ঢাকার রোগতত্ব ও রোগ নিয়ন্ত্রণ বিভাগে (আইইডিসিআর) পাঠানো হবে। 

আরো পড়ুন: শাহরাস্তিতে শ্বাসকষ্টে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফী জানান, স্বাস্থ্য বিধি মেনে মৃত ব্যক্তির লাশ দাফন করা হবে।পাশাপাশি তার বাড়ির লোকজন হোম কোয়ারেন্টাইনে থাকবে। 

ইত্তেফাক/এএএম