শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাজশাহীতে ট্রেন থেকে নামতেই মৃত্যু 

আপডেট : ১০ জুন ২০২০, ১৭:০৫

চিকিৎসার জন্য কুষ্টিয়া থেকে ট্রেনে করে রাজশাহী এসেছিলেন আবদুল কুদ্দুস ওরফে রাজন (৫৫)। কিন্তু ট্রেন থেকে নামতেই রাজশাহী রেলওয়ে স্টেশনে মারা গেছেন তিনি। বুধবার সকালে রাজশাহী রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। 

আবদুল কুদ্দুসের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার নাজিরপুর গ্রামে। ছেলে এবং মেয়ের সঙ্গে তিনি কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কুষ্টিয়া থেকে রাজশাহী আসেন। প্ল্যাটফর্মে লুটিয়ে পড়ার পর তার ছেলে-মেয়ে লাশ নিয়ে বসে থাকেন।

এ সময় অনুরোধ করলেও রেল কর্তৃপক্ষ তাদের অ্যাম্বুলেন্সে লাশ হাসপাতালে নিয়ে যেতে রাজি হয়নি। পরে রাজশাহী রেলওয়ে থানা পুলিশ লাশটি অটোরিকশায় করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আবদুল কুদ্দুসকে মৃত ঘোষণা করেন। 

আরো পড়ুন : নরসিংদীতে করোনার উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু 

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ কামাল জানান, আবদুল কুদ্দুস হার্টের রোগী ছিলেন বলে তার সন্তানেরা জানিয়েছেন। চিকিৎসা জন্য তাকে রাজশাহী আনা হয়েছিল। রাজশাহীতে ট্রেন থেকে নেমেই প্ল্যাটফর্মে মাথা ঘুরে তিনি পড়ে যান। এতেই তার মৃত্যু হয়। 

ইত্তেফাক/ইউবি