শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বেতাগীর পৌরসভায় সার্ফেজ ওয়াটার প্লান্ট কাজের উদ্বোধন

আপডেট : ১১ জুন ২০২০, ১৯:১৪

বরগুনার বেতাগী পৌরসভায় পানি সরবরাহের জন্য  সার্ফেজ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। দেড় বছর মেয়াদী এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১২ কোটি টাকা।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১১ টায় পৌরসভার ৯ নং ওয়ার্ডে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও বেতাগী পৌরসভা উদ্যোগে ২ লক্ষ মিটার পানি উত্তোলনের ক্ষমতাসম্পন্ন এ প্লান্টের নির্মাণ কাজের উদ্বোধন করেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন।

পৌর মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মাকসুর রহমান ফোরকান।

পৌরসভার প্যানেল মেয়র মো. হাদিছুর রহমান পান্না'র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম, বরগুনার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মির্জা নাজমুল হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মেহেদী হাসান, হোসনাবাদ ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান খান, বেতাগী সদর ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মো. মিজানর রহমান মজনু, সাংবাদিক সাইদুল ইসলাম মন্টু, পৌরসভার প্যানেল মেয়র বরুন কৃষ্ণ কর্মকার, কাউন্সিলর মো. হুমায়ূন কবির, আব্দুর রহিম সিকদার, যুবলীগ সভাপতি মো. জহিরুল ইসলাম লিটন, ছাত্রলীগ সভাপতি বিএম আদনান খালিদ মিথুন ও সাধারণ সম্পাদক মো. ছাব্বির প্রমুখ।

ইত্তেফাক/আরএ