শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নীলফামারী-৪ আসনে ৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ১৩:৫০

একাদশ  জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন চারজন। এদের মধ্যে বিজয়ী প্রার্থী মহাজোটের লাঙ্গলপ্রার্থী আহসান আদেলুর রহমান আদেল ছাড়া তিনজনের জামানত বাজেয়াপ্ত হয়।

 

এরা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শহিদুল ইসলাম (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী সিংহ প্রতীকের মিনহাজুল ইসলাম মিনহাজ ও ন্যাশনাল পিপুলস পার্টির আম প্রতীকের আব্দুল হাই সরকার। 

আরো পড়ুন : খুলনায় সাংবাদিক হেদায়েত তিনদিনের রিমান্ডে

জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম বলেন, প্রতিদ্বন্দ্বিতাকারী কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের মধ্যে এক-অষ্টমাংশের চেয়ে কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। নির্বাচনের নিয়মেই তাদের জামানতের টাকা বাজেয়াপ্ত হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি