শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিক্রেতাদের বিনামূল্যে মাস্ক ও জীবাণুমুক্তকারী উপকরণ দিল শাহ্ সিমেন্ট

আপডেট : ২৩ জুন ২০২০, ১৯:৪৭

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার প্রধান উপায় হচ্ছে সচেতনতা। শাহ সিমেন্ট বিক্রেতাদের মধ্যে কোম্পানির পক্ষ থেকে বিনামূলে মাস্ক ও জীবাণুমুক্তকারী উপকরণ বিতরণ করা হয়েছে।

কোম্পানি সূত্রে জানা যায়, করোনা পরিস্থিতিতে  শাহ্‌ সিমেন্ট তাদের ডিস্ট্রিবিউটর, ডিলার, রিটেইলারের স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে মাস্ক এবং জীবাণুমুক্তকারী হ্যান্ডরাব বিতরণের উদ্যোগ নিয়েছে। সারা দেশে সংশ্লিষ্ট জেলার শাহ্ সিমেন্টের কর্মকর্তাদের উপস্থিতিতে এই বিতরণ কাজ সম্পন্ন করা হচ্ছে।

আরও পড়ুন: সমঝোতায় পৌঁছলো চীন-ভারত

এর আগে শাহ্ সিমেন্টের উদ্যোগে সারা দেশে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া নির্মাণ শ্রমিক এবং অসহায় ৪০ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও হাত ধোয়ার সাবান বিতরণ করেছে। প্রতিষ্ঠানটি বলছে, কোভিড-১৯ মোকাবিলায় সুস্থতা বজায় রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।

ইত্তেফাক/আরআই