শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গঙ্গাচড়ায় মন্দিরের প্রাচীর ভাঙ্গার অভিযোগে ইউপি চেয়ারম্যান আটক

আপডেট : ২৮ জুন ২০২০, ১২:০৬

মন্দিরের সীমানা প্রাচীর ভাংচুরের ঘটনায় গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফতাবুজ্জামান আফতাবকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আলমবিদিতর ইউনিয়নের দক্ষিণ বাড়াইপাড়া সার্বজনীন হরিমন্দিরের এডিপির আওতায় তিন লাখ টাকা ব্যয়ে সীমানা প্রাচীর নির্মাণ কাজ চলছিল। গত শনিবার সন্ধ্যার দিকে উক্ত ইউপি চেয়ারম্যান আফতাবুজ্জান আফতাব সেখানে গিয়ে সীমানা প্রাচীর ভাংচুর করে ও কাজে বাধা দেন। এঘটনায় মন্দিরের সাধারণ সম্পাদক কনক কুমার রায় বাদী হয়ে শনিবার রাতে থানায় মামলা করলে রাতেই তাকে আটক করে পুলিশ। 

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার এ ঘটনায় মামলা ও চেয়ারম্যান আটক হওয়ার সত্যতা স্বীকার করে বলেন, চেয়ারম্যানকে জেলহাজতে পাঠানো হয়েছে আজ । 


ইত্তেফাক/আরকেজি