শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রংপুরে আরও ৪৩ জনের করোনা শনাক্ত

আপডেট : ২৮ জুন ২০২০, ২২:৩৭

রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় একদিনে সর্বোচ্চ ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এই ল্যাবে করোনায় আক্রান্ত শনাক্তের এটি নতুন রেকর্ড। আক্রান্তদের মধ্যে পুলিশ, হাসপাতালে ভর্তি রোগী, ব্যাংকারসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছেন।

 

রংপুরে নতুন আক্রান্তদের মধ্যে মেট্রোপলিটন হাজিরহাট থানার এক পুলিশ সদস্য (৩২), জেলা পুলিশের এক সদস্য (২২), সদর কোতয়ালী থানার এক পুলিশ সদস্য (৩৮), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তারাগঞ্জের এক পুরুষ (৫০), হাসপাতালে চিকিৎসাধীন গাইবান্ধা সদরের এক বৃদ্ধা (৬১), হাসপাতালে চিকিৎসাধীন মিঠাপুকুরের এক বৃদ্ধ (৭৫), ধাপের এক নারী (৩২), বেতপট্টির এক বৃদ্ধ (৬৫), ধাপ শ্যামলী লেনের এক পুরুষ (৪৫), ধাপ সোনালী ব্যাংকের এক পুরুষ (৩৪) লালকুঠির এক যুবতী (২৮), এক পুরুষ (৩৫), সড়ক ভবনের এক পুরুষ (৩৫), মেডিকেল পূর্বগেটের এক যুবতী (২৮), এক পুরুষ (৩৫), ঘোড়াপীর মাজার এলাকার এক পুরুষ (৫৮), হনুমানতলা ইসলামপুরের এক পুরুষ (৩৬), কামাল কাছনার এক নারী (৩৬), মুলাটোলের এক নারী (৪৪), সেনপাড়ার এক পুরুষ (৩৬), সদর তামপাটের এক নারী (৪৮), কাউনিয়া থানা পুলিশের এক সদস্য (৩২), বদরগঞ্জ পৌরসভার এক পুরুষ, বদরগঞ্জ সোনালী ব্যাংকে কর্মরত এক পুরুষ (৫৬), পীরগঞ্জ ভেন্ডাবাড়ির একজন পুরুষ (৩৩) রয়েছেন। 


 
এছাড়া গাইবান্ধা সদরের এক শিশু (১), এক যুবক (২৯), এক নারী (৪৫,) সাঘাটার এক পুরুষ (৩৫), কুড়িগ্রাম ফুলবাড়ির এক পুরুষ (৩২), ভুরুঙ্গামারীর ইসলামী ব্যাংকে কর্মরত এক পুরুষ (৪০), নাগেশ্বরীর এক নারী (৩৬), চিলমারীর এক কিশোরী (১৭), এক নারী (৪০), অপর নারী (৪০), লালমনিরহাট ১’শ শয্যা বিশিষ্ট হাসপাতালের এক পুরুষ (৪৮), অপর পুরুষ (৩৪), অপর পুরুষ (৩৯), এক নারী (৩০), এক শিশু (৭), কালিগঞ্জের এক কিশোরী (১৭), পাটগ্রাম সোনালী ব্যাংকে কর্মরত এক পুরুষ (৫৩), অপর এক পুরুষের (৩৫) করোনা শনাক্ত হয়েছে।

 

আজ রবিবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু। তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রংপুরে ২৫ জন, লালমনিরহাটে ৮, কুড়িগ্রামে ৬ এবং গাইবান্ধা জেলার ৪ জনের নমুনায় করোনা শনাক্ত হয়।

 

এদিকে রমেকের পিসিআর ল্যাব ও রংপুর থেকে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার সবশেষ তথ্য অনুযায়ী রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৯৬ জনে। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়েছেন ৪৭৮ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন।

 

ইত্তেফাক/এএম