শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪৩৩ কোটি টাকার বার্ষিক বাজেট অনুমোদন

আপডেট : ২৯ জুন ২০২০, ২১:৪০

আগামী ২০২০-২১ অর্থবছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য প্রায় ৪৩৩ কোটি টাকার বাজেট সিন্ডিকেটে অনুমোদন করা হয়েছে। সিন্ডিকেট সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে ৪৯৯তম সিন্ডিকেটের সভায় এই বাজেট অনুমোদন করা হয়। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, সরকার যে বাজেট দিয়েছে, তাতে আমরা খুশি। এখন এগুলো যথাযথভাবে ব্যয় করাই হবে আমাদের কাজ।

সিন্ডিকেট সূত্রে জানা যায়, সিন্ডিকেট ৪৩২ কোটি ৯৭ লাখ ২০ হাজার টাকার বাজেট অনুমোদন করেছে। এর মধ্যে বেতন ভাতা খাতে ২৭৭ কোটি ৫৭ লাখ টাকা, পণ্য সেবা সহায়তা খাতে ৬৭ কোটি টাকা, পেনশন বাবদ ৬৪ কোটি টাকা, গবেষণা খাতে ৫ কোটি টাকা, অন্যান্য ৫ খাতে কোটি টাকা এবং মূলধনী খাতে ১৪ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। উল্লেখ্য, বিগত অর্থবছরে রাবি’র বাজেট ছিল ৪২৪ কোটি ১৫ লাখ টাকা।   

ইত্তেফাক/এসআই