শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ডুবে যাওয়া মনিং বার্ড উদ্ধারের কার্যক্রম শুরু

আপডেট : ৩০ জুন ২০২০, ১১:২৯

ডুবে যাওয়া মনিং বার্ড টেডি লঞ্চটি মঙ্গলবার সকাল ১০ টায় নৌবাহিনীর উদ্ধারকারী দল ১০ টি এয়ার ব্যাগ দিয়ে উদ্ধারের কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার রাত সাড়ে ১০ টা পর্যন্ত নারী পুরুষ ও শিশু সহ ৩২ জনের মৃতদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে ১৩ ঘণ্টা পর সুমন ব্যাপারী (৪৫) নামে এক ফল ব্যবসায়ীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার বাড়ি মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ি থানার আব্দুল্লাহপুর এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান,লঞ্চটিকে এয়ার ব্যাগের মাধ্যমে ধীরে ধীরে বুড়িগঙ্গা নদীর মাঝ থেকে ঢাকার কেরানীগঞ্জের মীরেরবাগ চরের দিকে আনা হচ্ছে। নৌবাহিনীর উদ্ধার কারী এক কর্মকর্তা জানান, আজ দুপুরের মধ্যেই লঞ্চটি পুরোপুরি উদ্ধার করা যাবে।

এদিকে সোমবার রাতে সদরঘাট নৌ থানার পুলিশ বাদী হয়ে ময়ূর -২ লঞ্চের মালিক, মাস্টার ও সারেং সহ সাত জনের বিরুদ্ধে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। মামলার পর ময়ূর ২ লঞ্চটি জব্দ করে থানা হেফাজত নেওয়া হয়েছে। এ ঘটনায় আর কোন যাত্রী নিখোঁজ নেই বলে জানিয়েছে বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন।

ইত্তেফাক/এমআরএম