বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জামালপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

আপডেট : ৩০ জুন ২০২০, ১৯:২৬

জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা নাগাদ ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৮৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

জামালপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পানি পরিমাপক (গেজ রিডার) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। 

জামালপুর জেলার ৬৮টি ইউনিয়নের মধ্যে ৩৮টি ইউনিয়ন এবং ৫টি পৌরসভার আংশিক পানিতে তলিয়ে গেছে। এতে দুই লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। কাঁচা পাকা বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যা দুর্গত এলাকায় শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও গো খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো.আমিনুল ইসলাম জানান, পাট, আমনের বীজতলা, আউস ধান, সবজিসহ অন্তত ১০ হাজার হেক্টর জমির ফসল বন্যার পানিতে তলিয়ে গেছে। 

জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস জানান, জেলার বন্যাদুর্গত এলাকায় ৮০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।   

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো.নায়েব আলী জানান, জেলার ১০টি আশ্রয় কেন্দ্র মোট ৩০৫টি পরিবার আশ্রয় নিয়েছে। এ পর্যন্ত বন্যার্তদের জন্য ৬০ মেট্রিক টন চাল এবং নগদ ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।


ইত্তেফাক/ইউবি