শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জেলের জালে বিষধর সাপ

আপডেট : ০১ জুলাই ২০২০, ১৬:৫৪

উপজেলার তাড়াশ-রানীহাট আঞ্চলিক সড়কের বেরখালী সেতুর নিচে জেলেদের সোতিজালে পাঁচটি জাতিসাপ ঢুকে পড়ে। স্থানীয়রা সাপগুলো মেরে ফেলে। প্রতিটি সাপ কমপক্ষে ৫/৬ ফুট লম্বা।

 

আব্দুর রহিম ও কাসেম আলী নামে দুইজন জেলে জানান, মঙ্গলবার সন্ধ্যায় বেরখালী সেতুর নিচে পানি প্রবাহের পথে তারা সোতিজাল পেতে রেখে যান। বুধবার সকালে সেই জাল তুলে দেখেন পাঁচটি বিষধর সাপ।

 

পানিসম্পদ কর্মকর্তা ডা. এ জে এম সালাউদ্দিন বলেন, জাতিসাপ সাধারণত জলে অথবা জলের কাছাকাছি থাকতে পছন্দ করে। হয়তো পানির স্রোতে সাপগুলো জালের মধ্যে ঢুকে পড়ে।

 

ইত্তেফাক/ইউবি