বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মাগুরায় করোনা ভাইরাসে আরো ১ জনের মৃত্যু, ২১ জন আক্রান্ত   

আপডেট : ০৩ জুলাই ২০২০, ১৫:২৫

শুক্রবার (৩ জুলাই) মাগুরায় করোনা ভাইরাসে ১ জনের মৃত্যু এবং ২১ জন আক্রান্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত হলো ১৬৬ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। সুস্থ হয়েছে ৫২ জন। 

মাগুরা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলার শ্রীপুরের মহেশপুরে করোনা উপসর্গ নিয়ে গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) ১ জনের মৃত্যু হয়। আজ তার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। এছাড়া শুক্রবার মাগুরায় ২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে পৌর এলাকায় ১৬ জন, সদর উপজেলায় ৩ জন, শ্রীপুর উপজেলায় ১ জন এবং মোহম্মদপুর উপজেলায় একজন মোট ২১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হলো ১৬৬ জন।  মৃত্যু হয়েছে ৪জন। সুস্থ হয়েছে ৫২ জন। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় পৌর এলাকার পিটিআই পাড়া, তাতীপাড়া, খানপাড়া এলাকায় লকডাউন চলছে ।  

মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, জেলায় আজ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৬৬ জন ।  মৃত্যু হয়েছে ৪জন । সুস্থ হয়েছে ৫২ জন। 
                                          
ইত্তেফাক/এমএএম