শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কৃষক সিদ্দিক হত্যায় উত্তাল মধুখালী

আপডেট : ০৩ জুলাই ২০২০, ২১:২১

মধুখালীতে উপজেলার কোরকদী ইউনিয়নের কাটাখালী গ্রামের নিরীহ কৃষক সিদ্দিক মোল্যা হত্যার সকল খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে পুলিশি বাধা অতিক্রম করে মরদেহ নিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। শুক্রবার সকাল ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত বাগাট দাখিল মাদরাসা থেকে বাগাট বাজার হয়ে পূনরায় বেলা পৌনে ১১টায় দাখিল মাদরাসা মাঠে ওই কৃষকের নামাজে জানাযা শেষে কাটাখালী গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাযা পূর্ব এক সংক্ষিত সমাবেশে বক্তব্য রাখেন মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মুরাদুজ্জামান মুরাদ, নিহতের ছেলে কামরুল মোল্যা, মামা মো. উজ্জল হোসেন, ভাতিজা রব মোল্যা, মো. মাসুদ মোল্যা প্রমুখ। 

এলাকবাসী অভিলম্বে কৃষক সিদ্দিক হত্যার সকল খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য রাখেন। স্থানীয় পুলিশ প্রশাসন সকলকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে প্রকৃত খুনিদের আটক করার আশ্বাস দেন। 

মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান,  হত্যাকান্ডের বিষয়ে কোনো ইজাহার পায়নি, পেলে হত্যা মামলা রুজু হবে।    

উল্লেখ গতকাল বৃহস্পতিবার কৃষক সিদ্দিক মোল্যাকে প্রতিপক্ষের লোকজন তার নিজ বাড়িতে অতর্কিত হামলা করে কুপিয়ে হত্যা করে।

ইত্তেফাক/এসি