বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হাজীগঞ্জে এক মাসের ব্যবধানে করোনায় দুই ভাইয়ের মৃত্যু

আপডেট : ০৪ জুলাই ২০২০, ১৩:১৫

হাজীগঞ্জে করোনায় বড় ভাই আবুল কাশেমের মৃত্যুর ১ মাস ৩ দিন পর করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে ছোট ভাই আবুল হাসেম কালু। মৃত্যু আবুল হাসেম কালু হাজীগঞ্জ পৌরসভাধীন ৪নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের কাশারি বাড়ির সন্তান। গত ৩১ মে করোনা উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করেন কালুর বড় ভাই মো. আবুল কাশেম। ৪ জুন রিপোর্ট আসে আবুল কাশেম করোনায় আক্রান্ত ছিলেন। কাশেমের ভাই আবুল হাসেম কালু কিডনি রোগে আক্রান্ত ছিলেন। ভাইয়ের মৃত্যুর পর তার করোনা রিপোর্টও পজেটিভ আসে। তাকে চিকিৎসার জন্য কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ৩ জুলাই বিকেল ৫টায় আবুল হাসেম মৃত্যুবরণ করেন। এ নিয়ে হাজীগঞ্জ উপজেলায় করোনায় মৃত্যুবরণকারীর সংখ্যা দাঁড়ালো ১৭জনে। এ ছাড়াও আক্রান্ত হয়েছে ৯৭জন। শুক্রবার ৩ জুলাই পর্যন্ত সুস্থ হয়েছে ৩১জন। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোয়েব আহমেদ চিশতী বলেন, আমরা এমন কোন খবর জানি না। কুর্মিটোলা হাসপাতালে মারা গিয়ে থাকলে হয়তো পরবর্তীতে জানতে পারবো। ইত্তেফাক/আরকেজি