শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শিবগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে দুই ছাত্রের মৃত্যু

আপডেট : ০৫ জুলাই ২০২০, ০০:১২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পাগলা নদীতে গোসল করতে গিয়ে দুই শিশু শিক্ষার্থী মারা গেছে। শনিবার (৪জুলাই) দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।

তারা হলো-উপজেলার দূর্লভপুর ইউনিয়নের কালুপুর গ্রামের সুমনের ছেলে ও শিবগঞ্জ পৌর এলাকার রয়েল স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির শিক্ষার্থী ইসান খান(১৩) এবং একই এলাকার শহিদুলের ছেলে ও  কালূপুর হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী সামিউল ইসলাম(১৩)। 

আরো পড়ুন: অক্সফোর্ডের করোনা টিকা দীর্ঘমেয়াদী প্রতিরোধ গড়তে সক্ষম, দাবি বিজ্ঞানীদের

শিবগঞ্জ থানার  অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ জানান, ইসান খান ও সামিউল ইসলামসহ কয়েকজন বন্ধু একসাথে পার্শ্ববর্তী পাগলা নদীতে গোসল করতে যায়। এ সময় বাকী বন্ধুরা ইসান ও সামিউলকে দেখতে না পেয়ে চিৎকার করলে ঘটনাটি জানাজানি হয়। পরে এলকাবাসীর ৩ঘন্টা  চেষ্টার পর বিকাল ৫টার দিকে ইসানকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। কিন্তু সামিউল নিখোঁজ থেকে যায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে অনেক খোঁজাখুঁজির  এক ঘণ্টা পর অর্থাৎ সন্ধ্যার কিছুক্ষণ পূর্বে সামিউলের লাশ উদ্ধার করে।

ইত্তেফাক/এএএম