বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রংপুরে আরও ৪০ জনের করোনা শনাক্ত

আপডেট : ০৬ জুলাই ২০২০, ২৩:৫৩

রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৪০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুর জেলায় ২২জন, কুড়িগ্রামে ৫জন, লালমনিরহাটে ৬জন এবং গাইবান্ধায় ৭জনসহ সর্বমোট ৪০জন রয়েছেন।

সোমবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

রংপুরে নতুন আক্রান্তদের মধ্যে মিঠাপুকুরে ৫জন, পীরগঞ্জে ২জন, গঙ্গাচড়ায় ১জন, কাউনিয়ায় ১জন, মেট্রোপলিটন পুলিশ ১জন, কেরানীপাড়ায় ১জন, সিটি এলাকায় ১জন, মাহিগঞ্জ ২জন, কামাল কাছনা ১জন, নূরপুরে ১জন, নিউ শালবনে ১জন, সেনপাড়া ১জন, জুম্মাপাড়ায় ১জন, প্রাইম মেডিকেল ১জন, হাজীপাড়ায় ১জন, চক বাজার এলাকায় ১জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন।

এছাড়া গাইবান্ধা পলাশবাগীতে ২জন ও সাদুল্লাপুরে ৫জন, লালমনিরহাট সদর হাসপাতালে ৫জন, ও কালিগঞ্জে ১জন, কুড়িগ্রাম সদর ৩জন, চিলমারী ১জন এবং পুলিশ সদস্য ১জনের করোনা শনাক্ত হয়েছে।

ইত্তেফাক/এমআর