বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পীরগাছায় ভাইয়ের হাতে বোন খুন, আদালতে স্বীকারোক্তি

আপডেট : ০৭ জুলাই ২০২০, ০২:০৯

রংপুরের পীরগাছায় চাঞ্চল্যকর আকলিমা বেগম(৩০) হত্যা মামলার প্রধান আসামী ছোট ভাই শহিদুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গ্রেফতারের পর সোমবার(৬ জুলাই) বিকালে আদালতে তোলা হলে বোনকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেন।

পীরগাছা থানার ওসি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত  করেন জানান, রবিবার গভীর রাতে ইটা কুমারী থেকে শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে সোমবার আদালতে নেয়া হলে  জীনের টাকা পাওয়ার লোভে বোনকে পুকুরে নামিয়ে শ্বাসরোধে হত্যা করার কথা স্বীকার করেন।

বৃহস্পতিবার (০২ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলার তালুক ঈসাদ ডারার পাড় গ্রামে বাড়ির পাশের একটি পুকুর থেকে আকলিমা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। আকলিমা বেগম ওই গ্রামের ফজল মাহমুদের স্ত্রী। ফলজ মাহমুদ পুলিশের উপ-পরিদর্শক হিসেবে  কর্মরত।

পরে ওই দিন রাতেই শহিদুল ইসলামসহ অজ্ঞাত ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের করা হয়। ঘটনার চার দিন পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। 

ইত্তেফাক/এসআই