বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঝিনাইদহ সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

আপডেট : ০৭ জুলাই ২০২০, ১২:৫৫

ঝিনাইদহ সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আব্দুর রকিব জোয়ার্দ্দার (৩৫) নামে একজন মারা গেছেন। মঙ্গলবার সকালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। তার বাড়ি শৈলকুপা উপজেলার মিনগ্রামে।

 

সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, সোমবার জ্বর, সর্দি কাশি ও শ্বাসকষ্ট নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন আব্দুর রকিব জোয়ার্দ্দার। আজ সকালে তিনি মারা যান। ভর্তির পর তার নমুনা সংগ্রহ করা হয়।

 

এদিকে ঝিনাইদহ জেলায় নতুন করে ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩১৯ জন। আজ নতুন আক্রান্তদের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ১৩ জন, কালীগঞ্জ উপজেলায় ৯ জন, শৈলকুপা উপজেলায় ১ জন ও মহেশপুর উপজেলায় একজন রয়েছে বলে সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্রু ডাঃ প্রসেনজিৎ বিশ্বাস জানান।

 

ইত্তেফাক/এএম