শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ডলফিন কেটে মাছ বলে বিক্রি

আপডেট : ১১ জুলাই ২০২০, ০৪:৪৪

জেলার সদর উপজেলার পুটাইল ইউনিয়নের লেমুবাড়ী গ্রামে ডলফিন কেটে মাছ হিসেবে বিক্রি করা হয়েছে বলে জানা গেছে। গতকাল শুক্রবার কালিগঙ্গা নদীর খেয়াঘাটের অদূরে জেলেদের বড়শিতে আট ফুট লম্বা আকারের ডলফিনটি ধরা পড়ে। 

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও পাখি ও পরিবেশ লালন করি (পালক)-এর নেতা গোলাম ছারোয়ার ছানু। 

তিনি বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের এ ব্যাপারে দায়িত্ব পালন করা দরকার ছিল। আশা করি, প্রশাসন এ ব্যাপারে ব্যবস্থা নেবে। 

মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান-সদস্যদের ঘটনাস্থলে পাঠিয়ে এ ব্যাপারে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/কেকে