বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কাউখালীর ইউএনও করোনায় আক্রান্ত

আপডেট : ১২ জুলাই ২০২০, ২৩:০১

পিরোজপুরের কাউখালীতে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে তিনি শুরু থেকেই উপজেলার বিভিন্ন গ্রাম ছুটে বেড়িয়েছেন। উপজেলাতে কেউ করোনায় আক্রান্ত হলে মুহূর্তেই তাদের বাড়ি হাজির হয়েছেন। যুগিয়েছেন সাহস-শক্তি। আজ সেই কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা নিজেই করোনায় আক্রান্ত।

 

রবিবার রাতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১০ জুলাই তার নমুনা সংগ্রহ করে বরিশালে পাঠানো হয়েছিল। রবিবার রাতে করোনা পজিটিভের কথা জানানো হয়।

 

জানা গেছে, গত ১০ জুলাই ইউএনও ও তার মেয়ের নমুনা সংগ্রহ করে বরিশাল পাঠানো হয়। তার ৭ম শ্রেণি পড়ুয়া কন্যার পাঠানো নমুনায় করোনা নেগেটিভ হয়েছে। ইউএনও তিনি বৃহস্পতিবার থেকেই নিজ বাসাতেই আইসোলেশনে রয়েছেন।


 
ইউএনও খালেদা জানান, তিনি শারীরিকভাবে সুস্থ। তার পরিবারের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

 

উল্লেখ্য, রবিবার পর্যন্ত কাউখালী উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ব্যাংক কর্মকর্তা, ভূমি কর্মকর্তা, পুলিশ, শিক্ষকসহ ৩১জন। সুস্থ হয়েছেন ছয়জন।

 

ইত্তেফাক/এএম