শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জামালপুরে দ্বিতীয় দফা বন্যা পরিস্থিতির চরম অবনতি

আপডেট : ১৩ জুলাই ২০২০, ১৯:২৪

জামালপুরে দ্বিতীয় দফা বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। সোমবার (১৩জুলাই) বিকাল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৫৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপৎসীমার ৭১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র জামালপুরের নির্বাহী প্রকৌশলী মো. আবু সাঈদ এবং পানিমাপক গেজ পাঠক আব্দুল মান্নান। 

এদিকে জেলার দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ, মেলান্দহ ও সরিষাবাড়ি, উপজেলার যমুনা ও ব্রহ্মপুত্রের বিস্তীর্ণ এলাকা নতুন করে প্লাবিত হয়ে আবারও লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

আরও পড়ুন: করোনা যুদ্ধে সচেষ্ট মাদারীপুর জেলা পুলিশ

বন্যা কবলিত এলাকার মানুষ উঁচু বাঁধে, অনেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র আশ্রয় নিতে শুরু করেছে। বন্যা উপদ্রুত এলাকায় বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে। এদিকে চলতি বন্যায় জেলায়  শিশুসহ ১০ জন বন্যার পানিতে ডুবে মারা যায়। 

ইত্তেফাক/এএএম