শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রংপুরে করোনায় উপ-স্বাস্থ্য পরিদর্শকের মৃত্যু

আপডেট : ১৬ জুলাই ২০২০, ১৭:৫৫

রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে নজরুল ইসলাম (৪৫) নামে একব্যক্তি মারা গেছেন। তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা উপ-স্বাস্থ্য পরিদর্শক পদে কর্মরত ছিলেন।

গতকাল বুধবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। করোনা আক্রান্ত হয়ে গত ৮ জুলাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

নজরুল ইসলাম রংপুর নগরীর বুড়িরহাট চব্বিশ হাজারি এলাকার বাসিন্দা। করোনা ভাইরাস ছাড়াও তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রোগে ভুগছিলেন। 

আরও পড়ুন: বর্ধিত মেয়াদে কাজে যোগ দিলেন গভর্নর ফজলে কবির

ওই কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়। তিনি জানান, নতুন একজনসহ জেলায় করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। বর্তমানে রংপুরে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৯ জনে। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে ৯২৫ জন সুস্থ হয়েছেন। 

ইত্তেফাক/এএএম