বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রংপুরের বিভাগীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট : ১৬ জুলাই ২০২০, ২০:৫৭

‘মুজিব বর্ষের আহ্বান- লাগাই গাছ বাড়াই বন’ এ স্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে রংপুরের শিশুদের একমাত্র বিনোদন উদ্যান ‘সুরভি উদ্যানে’ বৃক্ষের চারা রোপনের মধ্যদিয়ে বিভাগীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

রংপুরের বিভাগীয় কমিশনার কে.এম তারিকুল ইসলাম প্রধান অতিথি থেকে বিভাগীয় বৃক্ষ রোপন কর্মসূচির উদ্ভোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক মো. আসিব আহসান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ, বিভাগীয় বন কর্মকর্তা মো. মতলুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. এনামুল কবীর, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহামুদ হাসান মৃধা ও বন বিভাগ রংপুরের রেঞ্জ অফিসার মোশারফ হোসেনসহ অন্য কর্মকর্তাবৃন্দ।

এ সময় তারা সমস্ত সুরভি উদ্যান ঘুরে দেখেন এবং বেশ কিছু গাছের চারা রোপন করেন। রংপুর জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের উদ্যোগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়।

ইত্তেফাক/এসি