বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দৌলতদিয়া ফেরি ঘাটের সংযোগ সড়কে পানি

আপডেট : ২৮ জুলাই ২০২০, ২২:৫৩

রাজবাড়ীর দৌলতদিয়া দুইটি ফেরি ঘাটের সংযোগ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় চরম ঝুঁকি নিয়ে যানবাহন ওঠানামা করছে। ভোগান্তির পাশাপাশি ঘটছে ছোটবড়ো দুর্ঘটনা। মঙ্গলবার পণ্যবোঝাই একটি ট্রাক নামতে গিয়ে উল্টে যায়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

দৌলতদিয়া প্রান্তের ৬টি ফেরি ঘাটের দুইটি ঘাট গত বছরের বর্ষায় ভাঙনের কবলে পড়লে এক বছরেরও তা সচল করতে পারেনি কর্তৃপক্ষ। এছাড়া বাকি ৪টি ঘাট সচল থাকলেও পদ্মার পানি বেড়ে ৩ ও ৬ নম্বর ঘাটের সংযোগ সড়ক পানিতে তলিয়ে গেছে। 

স্থানীয়রা জানান, নদীর পানি বৃদ্ধিতে দৌলতদিয়া এলাকায় সব জায়গায় এখন পানি। ৩ নম্বর ফেরি ঘাটের রাস্তার ওপর হাঁটু পানি এবং সৃষ্টি হয়েছে গর্ত। যার মধ্যে দিয়েই যানবাহন ও যাত্রীরা আসা যাওয়া করছে এবং ঘটছে দুর্ঘটনা। 

বিআইডব্লিউটিএ আরিচা অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, দুর্ঘটনা রোধে বিআইডব্লিউটিএ  ওই  রাস্তার পাশ দিয়ে বালুর বস্তা ফেলার কাজ চলছে। 

ইত্তেফাক/এসি