শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশে ২২ জন আটক

আপডেট : ৩০ জুলাই ২০২০, ১৬:৫৫

মহেশপুরের বাঘাডাঙ্গা ও খোলাশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশে ২২ জনকে আটক করেছে বিজিবি। বুধবার (২৯ জুলাই) এ অবৈধ অনুপ্রবেশে শিশুসহ নারী, পুরুষদের আটক করা হয়। আটক ব্যক্তিরা নিজেদের বাংলাদেশি বলে দাবি করেছেন।

বিজিবি’র খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল কামরুল আহসান  বলেন, বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ১৬ জন বাংলাদেশে প্রবেশ করে। এই দলে ছয়জন পুরুষ, পাঁচ নারী ও পাঁচজন শিশু রয়েছে। অপরদিকে খোশালপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে ছয়জন। দলটিতে একজন পুরুষ ও চার নারী ও এক শিশু রয়েছে। আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়। 

আরও পড়ুন: আবাসিক হোটেলে তরুণিকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৫

মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোরশেদ হোসেন খান জানান, আটকদের মধ্যে ১৭ জন ছিল সাভারের বেদে। তাদের কাছে সাপও ছিল। মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হলেও বাকিদের আদালতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এসি