শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পীরগাছায় ভিজিএফের ৩২ বস্তা চাল উদ্ধার, আটক ১

আপডেট : ৩০ জুলাই ২০২০, ২৩:৫৭

পীরগাছায় ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দকৃত ভিজিএফের ৩২ বস্তা চাল (৫০ কেজির বস্তা) জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুর রউফ নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে কান্দি ইউনিয়নের গরিব দুস্থদের মধ্যে বিতরণের জন্য সম্প্রতি ৪৫ মে.টন ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ওই চাল দুস্থদের মধ্যে বরাদ্দ দেওয়া হলেও তারা উত্তোলন না করে কালোবাজারে বিক্রি করে।

অভিযোগ পেয়ে ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুবের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। এ সময় নিজপাড়া গ্রামের কেফায়েত আলীর ছেলে আব্দুর রউফের গোডাউনের তালা ভেঙ্গে ১৬১০ কেজি চাল উদ্ধার করা হয়। এ সময় রউফকে আটক করা হয়।

পীরগাছা থানার এসআই সেলিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রউফের বাড়িতে অভিযান চালিয়ে ১৬১০ কেজি চাল জব্দ করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, জব্দকৃত চাল ও অভিযুক্ত ব্যবসায়ীকে থানায় নেওয়া হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/আরকেজি