শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হবিগঞ্জে বাস প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

আপডেট : ৩১ জুলাই ২০২০, ১৬:১১

হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে পোশাক শ্রমিক দুই নারী ও প্রাইভেটকারের চালক তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার ভোর ৬টায় বাহুবল উপজেলার  আব্দানারায়ণ এলাকায় মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- শাহিদা (৩৫) ও মারেকা (২২)। তারা সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলার দশঘর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায় নিহতরা পোশাক শ্রমিক। তবে প্রাইভেটকারের চালকের পরিচয় পাওয় যায়নি। আহত দুই পুরুষ এক নারীকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন: ভোলার ২০ গ্রা‌মে ঈদুল আযহা উদযাপিত

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিকুল ইসলাম তৌফিক জানান, ঈদের ছুটিতে একটি  প্রাইভেট কার ভাড়া করে  দুই নারী পোশাককর্মীসহ ছয়জন ঢাকা থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। আব্দানারায়ণ এলাকায় এলে মনোহরদীগামী একটি বাসের সঙ্গে কারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। বাসের কোনো যাত্রী আহত হননি। 

ইত্তেফাক/এসি