বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত

আপডেট : ৩১ জুলাই ২০২০, ২২:০২

নওগাঁর ধামইরহাটে খড় বোঝাই ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে আসমা খাতুন (৪০) নামের এক এনজিও কর্মী হয়েছেন। নিহত নারী ধামইরহাট আশা এনজিওতে চাকরি করতেন।

শুক্রবার বিকাল ৪টায় নওগাঁর ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের ধামইরহাট-মাতাজি আঞ্চলিক মহাসড়কের কানাই কাশিম্বী নামক এলাকায় এই ঘটনা ঘটে।

স্বামীর সঙ্গে পার্শ্ববর্তী উপজেলা পত্মীতলার কমলাবাড়ি থেকে স্বামীর মোটরসাইকেলযোগে ধামইরহাট আসার পথে পেছন থেকে আসা একটি ধানের খড় বোঝাই ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আসমা খাতুন ট্রাকের পেছনের চাকার নিচে পড়েন এবং মাথাসহ শরীরের কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে তার মৃত্যু হয়।

এই ঘটনায় স্বামী আমজাদ হোসেনসহ তার দুই সন্তান আহত হয়। দুর্ঘটনার সময় ঘাতক চালক ও তার হেলপার পালিয়ে যেতে সক্ষম হন। পরে স্থানীয় লোকজন ট্রাকটি জব্দ করে থানা পুলিশে সোপর্দ করেন।

ধামইরহাট থানার ওসি আবদুল মমিন বলেন, লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে থানায় একটি মামলার প্রক্রিয়া চলছিল।

ইত্তেফাক/কেকে