শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

স্বাস্থ্যবিধি মেনে সিলেটে ঈদুল আযহা পালিত

আপডেট : ০১ আগস্ট ২০২০, ২২:৫০

ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেট বিভাগে ঈদুল আযহা উদযাপন হচ্ছে। ভিড় এড়াতে অনেক মসজিদেই একাধিক জামাত অনুষ্ঠিত হয়। আবহাওয়া বার্তায় ঈদের দিন বৃষ্টির ইঙ্গিত থাকলেও এদিন সকাল থেকেই আকাশে ছিল রোদের ঝিলিক। 

অন্যদিকে  স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে শনিবার সিলেট নগরীরসহ বিভাগের চার জেলার মসজিদে মসজিদে মুসল্লিরা ঈদুল আযহার নামাজ আদায় করেছেন। ঈদের নামাজ আদায় শেষে প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া চাওয়া হয়। পরে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করেন। 

সিলেটে এবার পশুর দাম ক্রয় ক্ষমতার মধ্যে ছিল। হঠাৎ দাম বৃদ্ধি বা পশু সঙ্কটের খবর পাওয়া যায়নি। হয়নি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি। 

আরও পড়ুন: ৬৮ বছরের গ্লানি মুছে দাসিয়ারছড়ায় জ্বললো ৬৮ মোমবাতি

সিলেট নগরীর বিভিন্ন মসজিদে ঈদের জামাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।  সকাল ৮টায় ঈদুল আযহার প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে। জামাতে ইমামতি করেন মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা আসজাদ আহমদ। একই সময় কুদরত উল্লাহ জামে মসজিদেও জামাত অনুষ্ঠিতের পাশাপাশি নগরীর বিভিন্ন মসজিদে সকালে জামাত আদায় করা হয়। এছাড়া হযরত শাহপরান (রহ.) মাজার মসজিদে সকাল ৮টায়, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায়, গাজী বুরহান উদ্দিন (রহ.) মাজার মসজিদে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ইত্তেফাক/এসি