শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দেশের বৃহত্তম কোরবানি মাঠে পশু কোরবানি

আপডেট : ০২ আগস্ট ২০২০, ১২:৪১

ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের বৈলাজান গ্রামে ঈদুল আজহা উপলক্ষ্যে দেশের বৃহত্তম কোরবানি মাঠে কোরবানি অনুষ্ঠিত হয়েছে। মাঠে দুটি ঈদগাহ ও ৫টি মসজিদ রয়েছে।
 
মাঠে এবার ঈদে ১৭৫টি গরু ও ৯৫টি ছাগল কয়েকটি ভেড়া কোরবানি দেয়া হয়েছে। সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত মাংস তৈরি ও বণ্টনের কাজ। কোরবানির ৩ ভাগের এক ভাগ কোরবানি মাঠে জমা দিতে হয় তাকে বলে পঞ্চায়েত। পঞ্চায়েতে দায়িত্বে থাকা কমিটির লোকজন সমাজের ১৪২০টি বণ্ট করে বাড়ি বাড়ি মাংস পৌছে দেন।

পুটিজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়েজ উদ্দিন তরফদার জানান, এই কোরবানি মাঠে আমার বাপ-দাদারা কোরবানি করেছেন। আমরাও কোরবানি করছি। এতে আমাদের সামাজিক বন্ধন দৃঢ় হয়।


ইত্তেফাক/আরকেজি