বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মহেশখালীতে উচ্ছেদ অভিযানে হামলার শিকার বন কর্মকর্তা লাইফ সাপোর্টে

আপডেট : ০২ আগস্ট ২০২০, ১৬:৪৫

দখলরত সংরক্ষিত বন রক্ষা করতে গিয়ে সশস্ত্র ভূমিদস্যুদের হামলায় আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন কক্সবাজারের উপকূলীয় বন বিভাগের মহেশখালী রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা ইউসুফ উদ্দীন। অস্ত্রোপচারের পর সঙ্কটাপন্ন অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার উত্তর বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা ও বিশেষ টহল দলের অফিসার ইনচার্জ  ইমদাদুল হক। গত ৩০ জুলাই মহেশখালীর কেরুনতলি লম্বাইয়াকাটা করইবুনিয়ায় সংরক্ষিত বনভুমিতে গড়ে তোলা অবৈধ পানের বরজ উচ্ছেদ অভিযানে গিয়ে দখলবাজদের হামলায় ইউসুফসহ বনবিটের আরও কয়েকজন সদস্য আহত হন।

এ ঘটনায় মহেশখালী থানায় শনিবার রাতে মামলার পর রবিবার পুলিশ কলিম উল্লাহ ওরফে কালাইয়া (৪৮) নামে এক অভিযুক্তকে আটক করে। আটক ব্যক্তি মহেশখালীর হোয়ানক লম্বায়াকাটা এলাকার আক্কেল আলীর ছেলে। ওই মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০-২৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।    

উপকূলীয় বনবিভাগ সূত্র জানায়, সংরক্ষিত ওই বনভূমিতে স্থানীয় ভুমিদস্যু চক্র অবৈধভাবে পানের বরজ তৈরি শুরু করে। খবর পেয়ে ৩০ জুলাই অবৈধ পানের বরজ উচ্ছেদ করতে যান সহকারী রেঞ্জ কর্মকর্তা ইউসুফ উদ্দীন (৩০), কেরুনতলী বিট কর্মকর্তা আহসানুল কবির (৪৫) এবং বন বিভাগের নৌকা চালক জিয়া রহমানসহ আরও কয়েকজন বন কর্মকর্মী। তারা ঘটনাস্থলে পৌঁছামাত্র তাদের ওপর অতর্কিত হামলা হয়। 

হামলায় আহতদের মধ্যে ইউসুফ উদ্দিনের অবস্থা শঙ্কটাপন্ন হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর গত দুইদিন হলো লাইফ সাপের্টে আছেন। 

মহেশখালী থানার  অফিসার ইনচার্জ দিদারুল ফেরদৌস বলেন, মামলা নথিভুক্ত করার পর অভিযান চালিয়ে অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে। 

ইত্তেফাক/এসি