বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে

আপডেট : ০২ আগস্ট ২০২০, ১৭:৪২

করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৭৮ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সিলেট জেলার ৫৫ জন, সুনামগঞ্জে ১৯ জন এবং হবিগঞ্জের চারজন। গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় একজনের মৃত্যু হয়েছে। 

রবিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৯৯২ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪ হাজার ৩০৯ জন, সুনামগঞ্জে ১ হাজার ৫১২ জন, হবিগঞ্জে ১ হাজার ১৮৫ এবং মৌলভীবাজারে ৯৮৬ জন রোগী করোনায় আক্রান্ত হন। 

আরো পড়ুন : রামগড়ে টেক্সির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালক নিহত

অন্যদিকে সিলেট বিভাগের ৩ হাজার ৫১৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিভাগে এ পর্যন্ত মারা গেছেন ১৪৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ১০৯, সুনামগঞ্জে ১৫, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজারে ১৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আর করোনা উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ১৫৭ জন।


ইত্তেফাক/ইউবি