শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মসজিদ কমিটির পদ নিয়ে দ্বন্দ্বে একজন খুন

আপডেট : ০৪ আগস্ট ২০২০, ০০:২৫

জামালপুর সদর উপজেলার রনরামপুর কপালীপাড়া গ্রামে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে মুক্তার হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত মুক্তার হোসেন কপালীপাড়া গ্রামের ফরহাদ হোসেনের ছেলে। 

অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার জানান, জামালপুর সদর উপজেলার রনরামপুর কপালীপাড়া নতুন জামে মসজিদের কমিটি নিয়ে প্রতিবেশী আব্দুল মজিদ ও তার তিন পুত্রের সাথে বিরোধ চলে আসছিল মুক্তার হোসেনের।

ওই বিরোধের জেরে সোমবার (৩ আগস্ট) বিকাল ৩ টার দিকে প্রতিবেশি আব্দুল মজিদ ও তার তিন পুত্র মসজিদের পাশেই নিহত মুক্তার হোসেনকে পিটিয়ে ও শাবল দিয়ে আঘাত করে গুরুত্বর আহত করে। পরে তার চিৎকারে  প্রতিবেশিরা ছুটে এসে আহত মুক্তারকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সালেমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে তিনি জানিয়েছেন।

ইত্তেফাক/এসআই