শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আড়াইহাজারে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ১২:২৪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত ও টেটাবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে উচিৎপুরা ইউনিয়নের কাদিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতের নাম আনোয়ার হোসেন (৫০)। তিনি ওই গ্রামের মৃত আবেদ আলীর ছেলে এবং উচিৎপুরা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি জাফরের বড় ভাই। 

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উচিৎপুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য হানিফের সাথে উচিৎপুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাফরের সঙ্গে রাজনৈতিক বিরোধ রয়েছে। এরই জেরে ৫ আগস্ট সন্ধ্যায় হানিফ মেম্বার তার দলবল নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ফের হামলা চালানো হয়। এতে আনোয়ার নিহত হন। আহতদের একজনকে ঢাকায় বাকিদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

 

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

 

ইত্তেফাক/এএম