শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নড়াইলে নতুন করে ২৪ জনের করোনা শনাক্ত

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ১২:৩২

নড়াইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৫ জনে। জেলা সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে ডা. সুব্রত হালদার ও পুলিশের এএসআই নাজমুল ইসলামসহ নড়াইল সদরের ১২ জন এবং লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রিপন কুমারসহ লোহাগড়া উপজেলায় ১২জনের করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন জানান, এ নিয়ে নড়াইল জেলায় এ পর্যন্ত পুলিশ সুপারসহ ২৮জন পুলিশ সদস্য, ২৯জন সেনা সদস্য ও ১৮ জন চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের ৫৫জন, সর্বমোট ৮৭৫জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নড়াইলের পুলিশ সুপার ও ১২চিকিৎসকসহ ৫৬৪জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ১২জন মারা গেছেন।

তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে ২৫জন হাসপাতালে ও অন্যদের নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে এবং তারা সুস্থ আছেন।

ইত্তেফাক/এমআর