শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আড়ই মাসের শিশুকে কিছু টাকার বিনিময়ে ‘দত্তক’ দিয়েছিলেন বাবা ফেরত আনলেন মা

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ২১:২৯

মাকে না জানিয়ে অল্প কিছু টাকার বিনিময়ে আড়াই মাসের কন্যা শিশুকে অন্যের কাছে দত্তক দিয়েছিলেন বাবা। পরে মা ঘটনাটি পুলিশে জানালেন কোলে ফিরে আসে শিশু রিয়া মনি। ঘটনাটি ময়মনসিংহের মুক্তাগাছার।

শিশুটিকে মায়ের সম্মতি ছাড়াই সামান্য কিছু টাকার বিনিময়ে টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে ‘দত্তক’ দিয়ে দেন বাবা উপজেলার রৌয়ারচরের বাসিন্দা লিটন মিয়া। 

এঘটনায় শিশুটির মা গত ৫ আগস্ট মুক্তাগাছা থানায় একটি জিডি করেন। মুক্তাগাছা থানা পুলিশের এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে এক দল পুলিশ ভূয়াপুর থেকে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে শিশুটিকে উদ্ধার করে। 

আরও পড়ুন: শেরপুরে ধর্ষণের ঘটনা আপোসকারী ৩ মাতব্বর গ্রেফতার

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস জানান, শিশুটির মা যখন দত্তকের বিষয়টি বুঝতে পেরে আমাদের কাছে আসেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশ সুপার এবং সার্কেল অফিসারকে জানাই। পরে আমরা বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে মাঠে নামি। অবশেষে শিশুটিকে উদ্ধার করে শুক্রবার মায়ের কোলে তুলে দেই।

ইত্তেফাক/এসি