শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নিহত ৬

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ১১:৫৯

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় একাধিক মোটরযানের ছয়জন নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার সকালে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে সদর উপজেলার সরোগঞ্জ বাজারে এই দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন, মিলন হোসেন, সদর উপজেলা পানিসম্পদ বিভাগের টেকনিশিয়ান ও  সোহাগ , শরীফ , ষষ্ঠী, রাজু ও কালু। এরা সকলেই কৃষি শ্রমিক। আহতরা হলেন বাবলু, আকাশ ও আলমগীর। এদের বাড়ি সদর উপজেলার তিতুদহ গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে ঢাকা থেকে চুয়াডাঙ্গা অভিমুখী রয়েল এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেল, একটি আলমসাধু ও একটি পাখিভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও ছয়জন আহত হয়। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যায়।

দুর্ঘটনার পর জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার নিহতদের পরিবার প্রতি ২০ হাজার ও আহতদের চিকিৎসার ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন।

সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, দুর্ঘটনা কবলিত বাসটি আটক করে থানায় নেওয়া হয়েছে। চালককে ধরতে অভিযান চলছে।

ইত্তেফাক/এমআরএম