শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাতক্ষীরায় করোনা উপসর্গে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ১০ আগস্ট ২০২০, ১৫:৫২

সাতক্ষীরায় করোনা উপসর্গে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল পৌনে সাতটায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ওই বৃদ্ধার নাম ফতেমা খাতুন (১০৩)। তিনি কালিগঞ্জ উপজেলার বাজারগ্রামের আফতাব আলীর স্ত্রী। 

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার রাতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজের আইসোলেশনে ভর্তি হন। এরপর সোমবার সকাল পৌনে সাতটায় মারা যান ওই বৃদ্ধা। 

আরও পড়ুন: জয়পুরহাটে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে সদর উপজেলার চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুসহ তার পরিবারের ৪ জন, ৩ জন চিকিৎসক ও ২ জন স্বাস্থ্যকর্মীসহ ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৬০ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন। এদিকে জেলায় আজ পর্যন্ত মোট ৮৩৯ জন করোনা আক্রান্ত হয়েছেন।

ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানান তিনি। 

ইত্তেফাক/এএএম