বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রংপুরে বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল পুনরায় চালু 

আপডেট : ১১ আগস্ট ২০২০, ১৬:২৯

ইপিআই কার্যক্রম শুরুর মধ্যদিয়ে রংপুর মহানগরীর মাহিগঞ্জে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল পুনরায় চালু করা হলো। প্রায় ১০মাস বন্ধ থাকার পর এ হাসপাতাল গতকাল সোমবার চালু করা হয়।

এ উপলক্ষে গতকাল বিকালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। 

উল্লেখ্য, ১৯৯৮সালে তৎকালীন যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু মাহিগঞ্জে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালটির অনুষ্ঠানিক উদ্বোধন করেন। রংপুর সিটি কর্পোরেশন ও স্থানীয় কতিপয় ব্যক্তিদের অসচেতনতার কারণে হাসপাতালটি সাময়িক বন্ধ রাখা হয়।

আরও পড়ুন: ‘অসাম্প্রদায়িক চেতনার মধ্য দিয়েই গড়ে তুলতে হবে সমৃদ্ধির সোপান’

রংপুর সিটি কর্পোরেশনের ২৯নং ওয়ার্ড কাউন্সিলর মুক্তার হোসেন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-রসিক প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, রংপুর সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, মহানগর আওমীলীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. কামরুজ্জামান ইবনে তাজ, কাউন্সিলর মালেক নিয়াজ আরজু ও ফরিদা বেগম।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-২৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, আলমগীর চৌধুরী,২৯নং ওয়ার্ড জাপার সভাপতি আব্দুর রহিম পাঠান, মাহিগঞ্জ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ টিটু, ডা. তাজুল ইসলাম, আবু সাহাদৎ মো. সাওন, যুব নেতা সাহাদৎ হোসেন লিখন, ছাত্র নেতা সিহাব চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। সভা শেষে ইপিআই কার্যক্রম পরিদর্শন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। 

ইত্তেফাক/এএএম