বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মধুখালীতে রাতের আঁধারে বিদ্যালয়ের ওয়াল ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

আপডেট : ১১ আগস্ট ২০২০, ১৮:১৪

ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে অবস্থিত ২৫ নং মীরের কাপাসহাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দার নির্মাণাধীন ওয়াল রাতের আঁধারে ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। 

এ ব্যাপারে আজ মঙ্গলবার (১১আগস্ট) ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরস্বতী রানী শিকদার মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। 

প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ে এর আগে দু’বার চুরি ঘটনার কারণে নিরাপত্তার স্বার্থে মূল ভবনের বারান্দায় ব্রিক ওয়াল করে নিরাপত্তা বেষ্টনী করার জন্য গতকাল সোমবার ওয়াল নির্মাণ কাজ শুরু করি। আজ মঙ্গলবার সকালে অভিভাবক সদস্যের মাধ্যমে জানতে পারি রাতের আধারে দুর্বৃত্তরা ওয়াল ভেঙে দিয়েছে। বিষয়টি আমি শিক্ষা অফিসে জানিয়েছি, তারা আমাকে একটি সাধারণ ডায়েরি করার পরামর্শ দিলে আমি মধুখালী থানায় একটি ডায়েরি করেছি।

এ বিষয়ে বিদ্যালয়ের অভিভাবক সদস্য বাবলু খান বলেন, ‘এর আগেও দু‘বার বিদ্যালয়ের তালা ভেঙে চুরি হয়েছে। সে বিষয়ে মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি ও একটি অভিযোগ করা হয়েছিল। কিন্ত পুলিশ ওই ঘটনায় পদক্ষেপ নিলে আজকের এ ঘটনা ঘটত না।’

আরও পড়ুন: সিনহা হত্যা: পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে গ্রেফতার

মধুখালী থানার পরিদর্শক (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষক একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, ‘ বিষয়টি প্রধান শিক্ষকের মাধ্যমে জেনে আইনি ব্যবস্থার নেওয়ার কথা বলেছি।’

উল্লেখ্য, এ বিদ্যালয়টিতে এর আগে গত ১ ও ১৩ ফেব্রুয়ারি তারিখে দু‘বার চুরি ঘটনা ঘটেছিল। ওই দু‘বারই মধুখালী থানায় জিডি ও অভিযোগ করা হয়েছিল।

ইত্তেফাক/এএএম